শুরু হয়নি
তাই শেষ নাই তার।  
পাশেই আছে,
হয়নি ছোঁয়া
তাই আর কোনোদিন
মিলবে না হিসাব
কিভাবে কখন
না চাইতেই পাওয়া
আর পেয়েও
না চাওয়া।  

ভুলেই যাওয়া হলো,
দুপুরের রোদে
সন্ধ্যার মতো হাওয়া
এলো, দুয়ার খুললো।  
স্মৃতির হেঁটে যাওয়া
পথে থেমে যেতে যেতেও
আর থামা হলো না।  
কি যেন এখনো বাকি,
কোথায় যেন কথা
দিয়ে রাখা হয়নি কথা।  

স্মৃতির পুনশ্চ হয়ে
তাই ডেকে যায় কিছু।  
ফিরে চাই,
আছে আছে শুনি
জীবনের কোলাহল ডাকে।
নাই নাই বলে মন,
নীরবতার অন্য আয়োজন।  

আশার আকাশে সন্ধ্যা
নামতে না নামতেই
মিলিয়ে যায় স্মৃতি সব,
থেকে যায় শুধু পুনশ্চ।
প্রশাখার মতো জেগে থাকে,
ভোর তো একদিন হবেই হবে।  


(রবীন্দ্র কাব্য দ্বারা প্রভাবিত)