চিহ্ন নিয়ে
একজনে মনে মনে
দূরে দূরে থাকে।
পালক হয়ে উড়ে উড়ে
আলোয় আলোয়
আঁধার ঢাকে।

কাছে ডাকে
কাছে আসে,
যদিও সে জনে
দূরে দূরেই থাকে।

তারই সাথে দেখো
কত আলাপন,
কত আয়োজন।
এখনো তারার মতো
নয়নের কাছে,
হোক বা না হোক দেখা
চেনা পথের বাঁকে,
কাছেই আছে -
যদিও সে জনে
দূরে দূরেই থাকে।

মনে রবে
চিহ্ন তোমার থাক,
মেঘে মেঘে
মিশে যাক।  
উৎস থেকে ছড়িয়ে
গেলো আলো,
সেই ভালো, সেই ভালো।

মনে মনে দূরে দূরেই থাকো,
রবির আলোয় গ্রহ থেকে
গ্রহান্তরে
তারার মতো ছবি আঁকো।

আছো, থাকো।

মনে মনে
দূরে দূরেই থাকো।

(ইংল্যান্ড এ রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মৃতির প্রতি, ২০১৬)