নীল আকাশের অনেক নিচে
হলুদ রঙের পথটা।

থাকতে চায় না একা।
বিশ্বাস করলো সবাইকেই,
একে একে।

দুয়ে দুয়ে যেমন সবসময়
চার হয়না,
বিশ্বাস ভরা দুচোখে তেমনি
কোন ফাঁকে অনেক কান্না এলো।
লোকে বললো বৃষ্টি ধুয়ে গেলো
মেঠো পথটার সবটুকু।  

বিশ্বাসের মতোই হারিয়ে গেলো
সব কথা।
আর কোনো দিনই তাই
বিশ্বাস করা হয়না কাউকে।
আর কেউই জানেনা,
শুধু ঐ আকাশটা ছাড়া।  

চেনা-জানা সবাই সে পথে
হেটে যায়, হেসে যায়
খেলে যায়, মিষ্টি করে কথা
বলে যায়।  
পথের সেদিকে মন নেই কখনোই।  

একটা ঘুড়ি উড়ে প্রতিদিনই,
ছোট্ট।
বিশাল আকাশটার কাছে যেতে চায়,
আবারো সেই বিশ্বাস নিয়ে।  
আঁকা-বাঁকা হলুদ পথটা
পেছন থেকে চেয়ে থাকে -
যাক, খুঁজে পাক।  

পথের না দেখা কান্না থামে।
লোকে বলে, বৃষ্টি চলে গেলো।  

জীবনের এই পথটা জানে,
ভাবনার এই ঘুড়িটা ছাড়া
আর কাউকেই বিশ্বাস করা যায় না।  

একদিন আমাদের চেনা পথের
প্রিয় ঘুড়িটা নীল আকাশের
আরো কাছে যাবে।
হারিয়ে যাওয়া বিশ্বাসের
একটু-আকটু কিন্তু তবু রয়েই গেছে
পথটার এখানে-সেখানে।