আছে,
কোথাও না কোথাও।
যে প্রশ্ন কোনো দিনই করা হয়নি,
যে রং পড়ে আছে এখানে সেখানে -
ছবি আঁকা হয়নি কোনো দিনই।
যে কথা বলার সময় এখনো আসেনি -
কোথাও না কোথাও তা আছে।
জমে আছে।
পথের ধারের ছোট্ট সবুজ গাছের নিচে
লুকোনো একটা হলুদ ফুলের মতো,
জানালার কোনায় লেগে থাকা
ছোট্ট সতেজ দাগের মতো -
আছে, জমে আছে।
সময় এর সাথে কোনো এক সন্ধি আছে,
জানি না কেউই।
না দেখার মতোই থেকে যাবে,
এঁকে যাবে -
এক দিন সময় আসবে,
কথা বলা যাবে,
প্রশ্ন শোনা যাবে -
ছুঁয়ে দেখা যাবে
না ছোঁয়া রং সব।
স্মৃতির মতোই রয়ে যাক সব,
আসুক সময় যখন আসার।
দেখা হোক ফিরে আসার পথে।
চলে যাবার পথটাও কিন্তু জমেই আছে,
কথা বলার সময় তারও এখনো আসেনি।
(ইংল্যান্ড, ২০১৬)