আমাদের অদৃশ্যের দিকেই
আমরা চেয়ে থাকি।
প্রথম জীবনের প্রথম নিঃশ্বাস থেকে
আজ এবং আগামী পর্যন্ত
আমরাই বেঁচে আছি -
পথের মাঝে হঠাৎ হোঁচট খেয়ে
চেয়ে দেখি আমরা আমাদেরই।
কেউ ডাকে অদৃশ্য ইশারায়
আমরা শুনি,
কয়েক মুহূর্তের জন্য আমরা দৃশ্যমান।
আমরাও অদৃশ্য হবো,
নতুন দৃশ্যমান সব একইভাবে
দেখবে আমাদের,
থামবে পথের ধারে।
ফুল ফল গাছ হবো -
আকাশ নদী পাহাড় বালুকণা।
নিঃশ্বাস হবো যা কিছু বেঁচে আছে
তার সবটুকুর জন্য।
কেউই হারিয়ে যায়নি,
কেউই হারিয়ে যায়না।
সবাই আছে, থাকবে।
মিশে আছে আশেপাশেই -
যেমনি মিশে থাকবো
এই এখনকার আমরা
তখনকার সবার জন্য।
(12/2016, UK)