সাদাকালোতে মিথ্যা নাই।
সাদা কালো হয়, কালো সাদা হয়।
আশেপাশেই, প্রতিদিনই।
ময়লা হয়, ধুলো জমে।
বৃষ্টি আসে, ধুয়ে যায়।
সবকিছু রঙ ছাড়াই রঙিন হয় আবার।
রঙে যা রঙিন তাতে মিথ্যা থাকতেও পারে ।
জমে থাকা ময়লা-ধুলো হয়তো দেখাই যায় না।
তাই বৃষ্টিও আসে না।
ঝলমলে রঙ মানে কিন্তু শ্রেফ তাকানো - একবার, দুইবার।
সাদাকালো মানে ফিরে ফিরে তাকানো - বারবার।
এবার তাহলে কোনটা বেশি রঙিন?