পথ একটু আকটু বেঁকে গেলেও  
ঠিকানা কিন্তু অনেকটা ঠিকই থাকে।
পথিকও ঠিক থাকে।
কেবল পথের বাঁকে দাঁড়িয়ে থাকা
মানুষগুলো ঠিক বুঝতে পারে না
কে এসে, কে চলে গেলো।
কি রেখে গেলো।  

আমাদের সবার চোখে দুই এক ফোটা
জল তো জমেই থাকে।
ভুল করে তা পড়ে যেতেই পারে,
রয়ে যেতে পারে পথের ধারে।  

পথিক কি আর ফিরে দেখে,
পথও কি আর মনে রাখে।

পথের বাঁকের মানুষগুলো শুধু
একটু অন্যরকম হলেই পারতো।
একটু করে বলে দিতো -
একটু বামে গিয়ে একটু ডানে।

ঠিকানাটা ঠিক ঠিক রয়ে যেত
ওদের কাছে।

ঠিকানা ওরা এখনো পাবে,
একটু উল্টে নিতে হবে কেবল -
একটু ডানে গিয়ে এখন একটু বামে।


(ইংল্যান্ড, ২০১৬)