চোখের কোনে কিন্তু
সবচেয়ে
বেশি কথা লুকিয়ে থাকে।

পুরো আকাশটা নীল
কোনে কিছু মেঘ জমে আছে
বৃষ্টি কিন্তু নীল আকাশ থেকে হয় না
কোনে জমে থাকা মেঘ থেকেই হয়।