ছবি সবাই আঁকে
মুখে তা বলুক আর নাই বলুক।
কিছু কিছু কথা বলার সময়
যেমন মানুষ হঠাৎ চুপ হয়ে যায়
তেমনি কিছু কিছু ছবি আঁকার
সময়ও কিন্তু মানুষ হঠাৎ চুপ হয়ে যায়।
এই চুপ এবং চুপ এর মধ্যে
অন্য রকম একটা কিছু আছে।
বলতে গিয়ে চুপ হয় মানুষ মানুষের সামনে
আর আঁকতে গিয়ে চুপ হয় মানুষ নিজের সামনে।