প্রতিটা নিঃশ্বাস কে এক একটা
লাইন হিসাবে ধরা যেতে পারে।
কবিতা বা উপন্যাস এর লাইন।
সেই হিসেবে জীবনের সব নিঃশ্বাস
এক করলে
আসলে কত বড় বড় কবিতা আর উপন্যাস
সেখানে লুকিয়ে আছে।
আমাদের হাতে কিন্তু অনেক
সময় আছে আশেপাশের
কবিতা, উপন্যাসগুলো পড়ে দেখার।
আমরা সবাই কিন্তু ক্রমাগত লিখেই যাচ্ছি।
(ইংল্যান্ড, ২০১৬)