আকাশের প্রান্ত থেকেও দেখা যায়
শিরা-উপশিরা
অন্তরের পাশে বয়ে চলা
অন্তরার মতো।
সুরে-সুরে, দূরে-দূরে
মন না মানার প্রহরে
ছুঁয়ে-ছুঁয়ে চোখের দেখায়
একা কিংবা পরশে পরশে
অনেকের সাথে।
চেনা রাস্তার অচেনা ধারে
পথ ধরে কিংবা না ধরে
ভেসে বেড়ানো অনুভূতির
কিছুটা নিয়ে, কিছুটা দিয়ে
কিছুটা অভিনয়, কিছুটা সত্যি-সত্যি।  
উঠে দাঁড়াতে, অকাল আকাশ ছোঁয়াতে
স্মৃতিকে সাথে নিয়ে সবুজ ঘাসে
নীল আকাশের ছায়া মেলাতে।  
ভালোলাগার, ভালোবাসার
শিরা-উপশিরা সঙ্গে করে নিতে
অব্যক্ত অভিমান যত
কিছুটা তার তোমার মতো,
কিছুটা তার আমার মতো।