বেহিসেবি মানুষগুলোর হিসাব
আনমনে গুছিয়ে যায়
থেমে থাকা সময়ের আলাপনে।  
আর হিসেবি মানুষগুলো দিশেহারা
বেহিসেবি সময়ের
কথা না রাখার অভিমানে।

ভাবনার সেই অলি-গলি আর প্রান্তর,
হলো দেখা সেখানেই।
আমার তোমার, তোমার আমার।
কাছে আসা মানেই
দূরে যাবার অনুভূতিগুলির সাথে
দেখা হবার আয়োজন।
চাহনির জড়তা নেই বলেই
দৃষ্টির জড়তার আগাম সম্ভাষণ।

বয়ে যাক সময়।
এখনো অনেক বাকী
চেনা চলার পথের।
হিসাব ছাড়াই বেহিসাবি সময়
অপলক তাকিয়ে
শুধু প্রতুত্তরের।