আকাশের স্থির নক্ষত্রও কি অস্থির হয়?
কেঁপে কেঁপে উঠে শঙ্কায়?
ফিরে চায়।
হাসে একা একা।
সবই মিছেমিছি।
জীবন দোলে কেবল আনন্দে,
কাঁপে না কখনো।
পাতা ঝরে দেশ থেকে দেশান্তরে
আবার অন্য সীমানায় অন্য আলো।
আশা জাগে রাত জাগার মতো।
একদিন সবকিছু এক মনে হয়।
সব কিছু ঠিক।
হোক সে অশ্রু
কিংবা আনন্দ-অশ্রু।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)