কার জন্য যে কার অপেক্ষা -
প্রশ্নের আগেই উত্তরের মতো
কালকের প্রেমটার আজকের মতো
ভুল বোঝাবুঝির মতো।
থেমে থাকা সময়টা
এখনো স্থির হয়ে
অপেক্ষায় অস্থির।
সময়টাও থামবে এখুনি।
এক অবসর আছে
ভালোলাগার।
বেছে নিতে গিয়েই
অনেকটা হঠাৎ
ভালোবাসা।
বেছে নিতেই হয় -
অপেক্ষা কিংবা ভালোবাসা।