সুখের যেমন নতুন জীবন আছে,
দুঃখেরও আছে।
ঠিক বিকেলও না, ঠিক সন্ধ্যাও না
মাঝামাঝি কোথাও
থেমে থাকা সময়ের মতো
কিছু স্মৃতিও আছে।

চোখের সামনের দূরত্বটা
চোখের পেছনে ভালোবেসে
লুকিয়ে থাকা দূরত্বের চেয়ে
অনেকটাই কি বেশী?

তুমি আমি নতুন করেই কিন্তু আসি।  
মনে হয় কেবল চেনা চেনা লাগে।
সেই মনেরও তো জীবন আছে।
দূরত্ব আছে।
তুমি নামের সর্বনাম আছে।

সব শেষের শুরু আছে।
ডাক আছে দূরের প্রহরের।

অপেক্ষা আছে আর
অপেক্ষায় আছে।
অনেকটাই কাছাকাছি
আবার অনেকটাই দূরে।