অনেক দূর থেকেও চোখে চোখ পড়ে।
রোদ্দুর, দূর থেকে ভেসে আসা সুবাতাসে
বর্ষার ছোটখাটো ভুল বুঝাবুঝিতে
কিংবা অনেক দিনের প্রতীক্ষার
উদাস করা ঝড়ে।
অনেক দূর থেকেও চোখে চোখ পড়ে।
আকর্ষন-বিকর্ষন এর অন্যরকম হিসাবে
কাছে আসা আর একটু করে
দূরে সরেও না সরে যাওয়ার
দেয়াল ছাড়া ঘরে।
অনেক দূর থেকেও চোখে চোখ পড়ে।
চোখে চোখ সেই ঠিকই পড়ে।
এভাবেই চলবে হয়তো
জন্মান্তর আর তার সেই
একই চিরচেনা সব হিসাব।
তুমি, আমি আর আমরা
থাকি বা না থাকি,
নীরবতার স্রোতে
কলরবের মতো
ডাকি কিংবা না ডাকি।
সময়ের একটু আগে
কিংবা একটু পরে।
চোখে চোখ সেই ঠিকই পড়ে।
অনেক দূর থেকেও চোখে চোখ সেই পড়েই।