অসীমে হারিয়ে যাবারও
একটা সীমানা থাকে।
যতদূর চোখ যায়
তার কাছাকাছিই কিন্তু
দৃষ্টিটা থেমে যায়।
নিঃশেষ হতে হতেই কিন্তু
অবশিষ্ট কিছু একটা
থেকেই যায়,
স্পষ্ট প্রাপ্তির মতোই।
কথা হয়না হয়না করেও
কিন্তু সেই অনেক কথাই
হয়ে যায়,
অস্পষ্ট ভালোলাগার মতোই।
অনেক দূরে, অনেক কাছে
অনেক নেই, অনেক আছে
একদম শুরু, একদম শেষ
- এরকম অনেক কিছু কি
আসলেই আছে?
দুটি পাড় আছে, তারই মধ্যে
কোথাও সময়ের স্রোতে
হালকা সাঁতারের মতোই
আমাদের এই পথ চলা।
মাঝে মধ্যে একটু থামা,
একটা দুটা কথা।
এই তো, আর কি?
কোন অবকাশে এখানেও যেন
হয়ে গেলো বলা -
সেই অল্প করেই, অল্প কিছুই।