অপূর্নতা থেকে যাবে তো।  

থেকে যাক,
তার যখন এতটাই থেকে যাবার টান।

অপূর্নতাও এক আলাদা সত্তা।  
তারও জীবন আছে।  

আছে বেছে নেবার প্রয়াস।
আছে বেঁচে থাকার প্রত্যাশা।

অকৃপণ অপূর্নতা।