তারাদের, নক্ষত্রদের
আর দেখা, না-দেখা
আলোআঁধারীদের মধ্যেও কি
ভালোবাসা থাকে না এক?
টান থাকে বলেই দূর থেকে
কাছে আসা, কাছাকাছি থাকা,
আবার হারিয়ে যাওয়া
আবার ফিরে আসবার
জন্যই তো।
জ্বলজ্বল করে জ্বলতে থাকা
আর ফিসফিস করে কথা বলা,
আসলে কিন্তু সেই একই কথা।
দেখেও না দেখার অভিনয়
আর পাশাপাশি কক্ষপথে
হেঁটে চলে যাওয়া -
তাও সে একই কথা।
তোমার-আমার মধ্যেও
নক্ষত্র আছে, তারাদের
এদিক-সেদিক তাকানো আছে।
কক্ষপথ আছে -
ফিরে ফিরে আসবার।
দুয়ার খোলা আছে -
আবারো দূরে হারাবার।
ঘুরে ফিরে সেই একই প্রশ্ন
উত্তর তার আসুক বা না আসুক -
কিছুই যায় আসে না।
তোমার-আমার আর দিগন্তের
নক্ষত্রদের মধ্যে ভালোবাসা
থাকে না এক?
কাছে আসার টান
থাকে না এক?