অনুভূতির সবখানে
সবখানের অনুভূতি
যদিও থাকে,
কোলাহলের ভিড়ে
নীরবতারও এক ধরণের
সশব্দ মিছিল থাকে।
তেমনি এক মিছিলে
তোমার আমার দেখা।
ভুলে যাওয়ার অভিনয়টা
তোমার আমার
অর্ধেক অর্ধেক।
প্রায় সম্পূর্ণ সে প্রাপ্তি।
অনুভুতির সবখানে
সবখানের অনুভূতির মতো।