নিঝুম সন্ধ্যা মানে কি
বিকেলটা শেষ হয়ে গেল
নাকি
রাত্রিটা শুরু হলো?
তার চেয়ে বড় কথা
এমন সন্ধ্যাটা নিঝুমই বা কেন হবে?

যা হবার তা হয়ত হয়ই।
শুধু শুধু হয়ত আমরা কেউ কেউ
বিকেল সন্ধ্যা রাত্রি নিয়ে ভাবি।


(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)