চোখের সীমানায় ভিজে
শুকনো সময়ের দৃষ্টি।
পথের মতো এঁকেবেঁকে
অথচ সরল রেখার সমান্তরাল।
পাশাপাশি কোথাও
আহবান আছে
কথাহীন অনুভবের।
উপমার ওপারে থাকা
নীরবতার ভাষা।
ঠোঁটের ওপারে থাকা
না বলা কথারই মতো।
স্পর্শহীন সুধার মতো।
মিলেমিশে একাকার হবে বলেই
দূরে দূরে থাকার অভিনয়।
মধুময় হবে বলেই
পানসে প্রহরে হারায় সময়।
জলে ভেজা প্রতীক্ষা
চিক চিক করে আলোর ছোঁয়ায়।
ভালোলাগা সেই আলোর
ঠিক পরেই
ভালোবাসার যে আঁধার
ভাষাহীন কথা হবে সেখানে।