কিছু কিছু প্রার্থনায় কথা থাকে না।
শূন্যতার মতো নীরবতা থাকে।
অশূন্যতার মতো
শুনশান কথাহীন ভাষাহীন
মুহূর্তরা থাকে।
তুমি থাকো।
আমি থাকি।
কাছাকছি আসার ইতিহাস থাকে।
হাজার শতাব্দীর ভালোবাসার
সারমর্ম থাকে উষ্ণ কিছু
ভাবনার সময় জুড়ে।
মুহূর্তরা হয় আজীবনের।
লেখা থাকে চোখের ভাষায়।
বোঝার মানুষই বুঝে।
বোঝার মানুষই বোঝায়।
যে চোখ বুঝে, সে চোখই খোঁজে।
তোমার মতো, আমার মতো।
কিছু কিছু প্রার্থনায় কথা থাকে না।
হয়তো তুমিও থাকো না,
হয়তো আমিও থাকি না।