পাশেই আছে রৌদ্রের
ঝরে পড়া আশার মতো
সন্ধ্যের ঠিক আগে আগে
আর ভোরের ঠিক
পরে পরেই।
আলাদা হয়ে আছে
দিগন্তের মতো।
আবার একই সাথে আছে
হাতের মুঠোর মতো।
দেবার আছে
অনেক কিছু তার,
যে নিতে জানে
সে জানায় না বেশি কিছু।
সবকিছু তারই -
খুবই গোপনে গোপনে।
খুবই আপনে আপনে।
সবকিছু তার সবারই জানা।
সবারই চোখের সামনে
অথচ কেমন সবারই চোখের
আড়ালে আড়ালে।
যখন যা প্রয়োজন
আপনি আসে তা -
চাওয়া-পাওয়ার খুব একটা
প্রয়োজন সেখানে নেই।
যা আছে তা
না থাকার চেয়েও অনেক বেশি।
ধারে কাছে কোথাও আছে
সাদা আর হলুদে মাখামাখি,
প্রজাপতি উড়ে যেতে
খুব একটা বাকি নেই তাই।
আরো কত রং পড়ে আছে পথে।
চোখ পড়ে আছে সেই দিকেই।
কিচ্ছু চাওয়া হয়নি এখনো।
কিচ্ছু পাওয়ার বাকি নেই যদিও ।