অনেক যতন জমা আছে
অনেক কাছে থেকেও
অনেক দূরে হারাবার
যা দেখার আর দেখে রাখার।
দৃষ্টি নেমে যায়
অনুভূতির বৃষ্টির সীমানায়।
উষ্ণতার নতুন সমীকরণে
অন্য পিপাসার আহবানে।
নিজেকে উজাড় করা
প্রকাশের যত প্রস্তুতিতে।
তৈরি হওয়া মুহূর্তরা বার্তা দেয়
ইতিহাস ঘেরা সোহাগের যত।
বাতাসেরা শ্বাস নেয়
ফেলে আসা নিঃশ্বাসের আঙ্গিনায়।
বলার মতো কথা
জমা কিছুই নেই আর।
যতন জমা আছে অনেক কেবল।