পেলেই হারানোর ভয় থাকে -
এই ভেবে যে না পেয়েই
পাওয়ার চেয়েও সুখী,
কোনো এক অল্প আলোর সন্ধ্যায়
একটু বাড়তি চোখে
খুঁজবো তাকেই।

পাবো জানি।

পেলেই হারানোর ভয়
সত্যি থাকে।