এই অচেনা হওয়াটা
আসলেই খুব দরকার ছিল।

জানালা ছিল, মেঘ ছিল।
আশার মতো জ্বলে থাকা
জলের উপর আসা-যাওয়ার
কুয়াশা ছিল।  

অর্ধেক সত্যির ভালোবাসার
কাছাকাছি কোথাও প্রণয়ও ছিল।

তারপরও এই অচেনা হওয়াটা
খুব দরকার ছিল।
সব দরকার যে প্রয়োজন
তাও কিন্তু না।