তুমি হেরে গিয়েও তোমার
হার হলো না যেদিন,
দুইয়ে দুইয়ে চার হলো না সেদিন।
মেঘ ছিল না আকাশে তাই
চোখের তারায় প্রায় সবই
দেখতে পাই।
ঠোঁটের মতোই লাল প্রান্তরে
কথা ছিল লুকোনো,
কিছুটা ছিল তার বৃষ্টি ভেজা
কিছুটা রোদে শুকোনো।
হিসাব ছিল অন্য খাতায়,
হিসাব ছিল নীরবতায়।
দেখেও না দেখার এক
কাছে আসায়,
মেঘের দিনের রোদের আশায়।
কথা বলায় আর না বলায়।
সেই থেকেই হাতের ওপারে
মুঠো করে রাখা একটা
কিছু গোপন।
কেউ জানে না,
কারন কেউ বলেনি।
তুমি আমি দুজন জানি,
কারন আর কেউই
শুনেনি।
তোমার আমার হিসেব
অন্য খাতায় লেখা।
আমার চোখের কোনায় কোনায়
তোমার স্বপ্ন দেখা।
হেরে গিয়েও হার হলো না যেদিন,
দুইয়ে দুইয়ে চার হলো না সেদিন।