অনেকটা দূর পর্যন্ত
দেখা যায়।
দীর্ঘশ্বাসের মতো আনন্দরা
ঘুরে বেড়ায়,
পথ চলে কেবল
পথ চলার জন্যই।
গন্তব্যে তার কখনোই
পৌঁছানের
কোনো প্রয়োজন নেই।

মেঘ যেমন আছে,
রৌদ্দুরও আছে।  
ধারে কাছে তাই আছে
অর্ধেক দেখা আর
অর্ধেক না দেখা
মুখগুলো সব।  
অর্ধেক পড়া আর
অর্ধেক না পড়া
চিঠিগুলো।

গাছের পাতার মতোই
জড়িয়ে আছে।
কোনোদিন কোনোকিছু
স্পর্শ না করেই
হাওয়ায় হাওয়ায়
ভাসিয়ে দিয়েছে
চাওয়া পাওয়ার সব
হিসেবগুলো।

দীর্ঘশ্বাসের মতো আনন্দরা
তাই বাকিটা পথের
প্রায় সবটুকুতেই
ছড়িয়ে আছে।  
পায়ে পায়ে
পথ চলা
অশেষের ঐপ্রান্তে
কোনো দিন শেষ
হবে কি হবে না
তার হিসেব ছাড়াই।  

পথ চলা কেবল
পথ চলার জন্যই।
গন্তব্যে তার আসলেই
পৌঁছানের
কোনো প্রয়োজন নেই।