মিশে থাকা জমাট বাধা
অনুভূতির অন্য প্রান্তরই
চোখের সীমানায় তেপান্তর।
দেখা স্পর্শ আর অদেখা ছোঁয়া।
চন্দ্রমুখী মেঘের দিকে,
ফুলে ফুলের ছাওয়া
মাটির দিকেও।
এ-প্রান্তর থেকে ও-প্রান্তর।
মিশে আছে মিশে থাকার
অনুভূতির মতোই।
বাকিটা চোখের ইতিহাস,
দেখা, অদেখা, এ-দেখা, ও-দেখা।
সময়ের স্রোতে ভেসে
ছোঁয়া আর না ছোঁয়ার
সেই যে উজান-ভাটি।
চন্দ্রমুখী মেঘের দিকে,
ফুলে ছাওয়া মাটির দিকেও।