মানুষ ছুটি চায়।
আবার মানুষ ছুটি থেকে
মুক্তিও চায়।
মানুষ চায় খোলা আকাশ
মেঘে ঢেকে যাক।
আবার মানুষ চায়
আকাশে খুলে যাক
নীলের দুয়ার।
মানুষ চায় একা হতে
আবার চায়
একাকীত্ব যেন না ছোঁয়।
তুমি,আমি, সে এবং তারা -
আমরা সবাই কি আশ্চর্য
চাওয়া-পাওয়া নিয়ে বেঁচে থাকি।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)