চোখের সুধায় কি যেন এক প্রশ্ন,
সময়ের স্রোতে ভেসে ভেসে
শুধায় আবার ঠিক
শুধায়ও না।
কিছু কিছু প্রশ্ন যেমন
উত্তর দিয়েই শুরু হয়,
অনেকটা ঠিক তেমন।
অনেকটাই মনের মতন,
কিছুটা তার একটু এদিক সেদিক
হলে তেমন কিছু যায় আসে না -
সেই আমাদের আসা যাওয়ার
পথের মতনই।
আঁকাবাঁকা জীবনের
ঘুরে ঘুরে সেই সোজা পথ -
কাছাকাছি আসবার।
ফিরে ফিরে চাওয়াটা
আপাতত তোলা থাক,
সুধার মতো যা আছে শুধাবার
সেই দিকেই কেমন
চেয়ে আছে সময়।
সেই সময়ের স্রোতেই
এক পা, দুই পা করে
পথ খোঁজার অজুহাতে
পথের ধারেই দেখা তো
হতেই পারে।
শুধাবার সব প্রশ্নগুলোর
সাথেও ফের দেখা হয়ে যাবে।
সেই একই সুধায়,
সেই একই ফিরে চাওয়ার
পুরোনো সব অজুহাতে,
নতুন কোনো আয়োজনে।