আঁধারের যত ভয়
ক্ষয়ে যাওয়া ভালোবাসায়
ঘুরে তাকানোর অভিনয়
অবাস্তব ফেরানো ভিন্ন
বাস্তবতার মতো।
মুহুর্ত মূর্ছনার মতো
সরিয়ে দিয়ে পালক কত
বন্ধ সীমানার মুক্ত আবেগে
আলো আঁধারির ছন্দে
সাদা ডানায় ভর দিয়ে
ভোর হওয়া
ভালোলাগার ভয় যত।
তোমার আমার মতো।
চোখের দেখার সমীকরণ
মিলে যায় ঠিক তত।