মানুষ বাতি আবিষ্কার করলো
ঘর এবং বাইরেটা মুড়ে দিল আলোয়
রাস্তাঘাট হলো বর্ণিল
উঠান-আঙিনার কোনায় কোনায়
ছড়িয়ে গেলো আশার মতো জেগে থাকা আলো
মানুষ বাইরে এলো
দুচোখ ভরে দেখলো পূর্ণিমার পাশাপাশি
অদৃশ্য সব ঝাড়বাতি
মানুষের আলোর ছায়া পড়লো
নদীর জলে
মোহনা থেকে সৈকতের বালু
সব চিকচিক করলো আলোর ছোঁয়ায়
আকাশ থেকেও দৃশ্যমান হলো সেই আলো
মহাকাশও হলো রঙিন
মানুষের আলো ভুবন ছাপিয়ে গেলো
তবুও
অন্ধকার কি দূর হলো?
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)