আঁধারেও চুপচাপ আলো থাকে এক
আকাশের যেমন থাকে নিঃশেষ
আর পথ চলার অশেষ।
অর্ধেক আত্মার ভুল করে
ফেলে যাওয়া চিঠি পথের কোনে
আনমনে প্রায় অচেনা বাকি
অর্ধেক ঠিক চিনে নিয়ে তুলে
নেবে হাতে - হাত বদল তার
হোক বা না হোক।
বিকেলের আলোটাই হোক
কিংবা সেই চেনা সন্ধ্যার
আলো-আঁধারি হোক।
জানালার এই পাশে চুপচাপ
বসে থাকা সেই স্মৃতি
মোমের আলোর মতোই
এক ধরণের আঁধার ছড়ায়।
হালকা শীতের মতো
সন্ধ্যা মনের
কোনো এক কোনে
লুকোনো আলোটার জন্যই
যত অপেক্ষা -
আবারো সেই চুপচাপ,
সেই একই রকম।
আঁধারেও চুপচাপ
আলো থাকে যেমন,
সেই ঠিক একই রকম।