তুমি না থাকলে কবিতা হতো না
গাওয়া হতো না গান ;
তাইতো তুমি স্বপ্ন আশা সবটুকু অভিমান...!
তুমি আছো তাই আজো দেখে যাই
আকাশের ঘন নীল ;
তুমিই আঁধার তুমিই আলো সুখ অনাবিল...!
তুমি না থাকলে পাখির কলতান
করতো না মনে খেলা ;
তুমিই আমার স্বপ্নসাথী রোদ বৃষ্টির বেলা....!
তুমি আছো তাই চোখ ছুঁয়ে যায়
আছে যত সুন্দর ;
ঢেউয়ের আঘাতে ক্ষত-বিক্ষত হয়নি অন্তর...!
তুমি না থাকলে জীবনটাকে
চেনাই হতো না ;
ফাগুন এসে মনের বনে গুনগুনাতো না...!
তুমি আছো তাই হৃদয় তটে
ফোটে হাজারো ফুল ;
তোমার আলোয় দূর ভেসে যায় জীবনে করা ভুল!
তুমি না থাকলে সাজিয়ে স্বপ্ন
দিতাম কি সুদূর পাড়ি ??
যুগযুগ ধরে যেন আমি হই, তোমার সে ঈশ্বরী...!!!