শীতবুড়িমা, শীতবুড়িমা, এলে হাজার খুশি নিয়ে
খাবে সবাই পিঠে-পায়েস খেজুর রসে মুখ ডুবিয়ে।
গরম যত পোশাক-আশাক উঠবে হেসে সবার গায়ে
বইমেলাতে বই কিনে সব চলবে যে পথ পায়ে-পায়ে।
নানান রকম ফল-ফুল আর শাক-সবজিতে বাগান ভ'রে
তুমি যে গো শীতবুড়িমা চাষির খুশি রাখবে ধরে।
উৎসব আর বনভোজনে নাচে-গানে গল্পে মেতে
জমবে আসর খাওয়া-দাওয়া মিষ্টি রোদে আসন পেতে।
বড়দিনের কেক খাওয়ার সুখ, তোমার কোলেই থাকে মিশে
বর্ষবরণ আনন্দেতে ছোট-বড় হারায় দিশে।
শীতবুড়িমা, শীতবুড়িমা, ওদের কথাও ভেবো তুমি--
পায়না যারা শীতের পোশাক, নিবাস যাদের খোলা ভূমি।
ওরা বড়োই দুখি জেনো, তাইতো প'ড়ো রয়ে-সয়ে
বেঁচে থাকার স্বপ্ন কিছু ওদের জন্য এনো বয়ে....।।