আষাঢ় মানেই রথের মেলা
বৃষ্টি-রোদের চলছে খেলা,
বসলো মেলা পাড়ার মাঠে
মন বসে না আর যে পাঠে...!
হরেক রকম পসরা নিয়ে
সাজলো দোকান দু'ধার দিয়ে,
কেউ কিনে খায় পাঁপড় ভাজা
কেউবা মিঠে তিলের খাজা...!
কিনলো খোকা কাঠের ঘোড়া
খুকু নিলো পুতুল জোড়া,
মাটির কলসি মাটির হাঁড়ি
নিয়ে বধূ ফিরলো বাড়ি....!
ধরলো ঠাম্মা দাদুর পিছু
কিনবে শখের জিনিস কিছু,
মা বেছে নেয় শাঁখা-পলা
দিদুন কেনে কাঁঠাল কলা...!
হাসছে দিদি দোলনা চড়ি
টানছে বাবাও রথের দড়ি,
জয় জগন্নাথ যেইনা বলে
রথের চাকা ওমনি চলে...!!