ইচ্ছে হলেই মাগো তোমায়
কাছে না আর পাই,
পুতুল খেলার দিনগুলি যে
হারিয়ে গেল তাই...
পাঠালে মা শ্বশুরবাড়ি
বড় হলাম যেই,
চলতে ফিরতে টের পাই মা
তুমি কাছে নেই....
জানো তো মা ইচ্ছে করে
ছোট্ট হয়ে যাই,
তোমার কোলে মাথা রেখে
আদর-চুমু খাই....
রাগ ভাঙাতে তোমার মতো
কেউ বলে না মা---
"তুই না খেলে আমার ও যে
খাওয়াই হবে না..."
পরের ঘরে পাঠিয়ে মা
করলে যেন পর,
চোখের জলে আজ যে ভাসে
মনের গোপন ঘর...!