বৃক্ষ সে তো বেঁচে থাকে
মাটি আপন করে
সদাই সে হয় উর্দ্ধমুখী
রাখতে সবুজ ধরে!
সবুজের-ই মাঝে বৃক্ষ
গায় জীবনের গান
কোনো শাখে হয়না যে ঐ
শুকনো পাতার স্থান !
শুকনো যত ঝরায় বৃক্ষ
সবুজ ধরার সুখে
ঝরা পাতা কান্না লেখে
ধূসর মাটির বুকে!
ঝরা পাতার মতো সবই
একদিন ঝরে যায়
শেষ ঘুমোতে সবাই যে ঐ
মাটির কোলটিই পায়!!