রাতের আঁধার সরিয়ে যেই
সূর্য্য দিল উঁকি
ফুল কুড়োতে যাবে বলে
উঠে পড়ল খুকি।
শিউলি, গাঁদা, জবা তুলে
ভরল ফুলের ডালা
আজকে তাকে গাঁথতে হবে
অনেক রকম মালা।
ফুল আর মালা বিক্রি করে
দুটো পয়সা পেলে
আনবে কিনে মায়ের পথ্য
যেইটুকু যা মেলে।
দু'চারদিনেই মাকে যে তার
হতেই হবে ভালো
নয় তো দিন তার হয়ে যাবে
রাতের মতই কালো।
কাজের বাড়ির কাজগুলো সব
যাবে মায়ের চলে
দু'মুঠো ভাত কেউ দেবে না
খা-না খুকি বলে!