আমার শৈশব দেখতে যে পাই
শিশির ভেজা ঘাসে,
টলমল-টলমল বৃষ্টির ফোঁটায়
কচুপাতায় ভাসে...!
আমার শৈশব মিষ্টি হাসে
উড়তে দেখে ঘুড়ি,
শিশু যখন বায়না করে
দেখবো চাঁদের বুড়ি...!
আমার শৈশব সুর তো মেলায়
ভাটিয়ালি গানে,
টিনের চালে ঝম্-ঝমা-ঝম্
মধুর ছন্দ-তানে....!
আমার শৈশব ছুট্টে আসে
আম কুড়োনোর বেলায়,
কানামাছি, এক্কাদোক্কা
হা-ডু-ডু-ডু খেলায়....!
আমার শৈশব ফিরে যে পাই
ফুল তোলার-ই সুখে,
সব অভিমান ঝরাই যখন
আজও মায়ের বুকে....!!