তুমি আসবে বলে সেজেছি আমি,
হাতে গোলাপ ফুল।
তুমি আসবে বলে শুধরে নিয়েছি,
আগের করা ভুল।
তুমি আসবে বলে বিছানাতে আজ,
পেতেছি নতুন চাদর।
তুমি আসবে বলে সব কাজ আজ,
হয়ে গেছে সুন্দর।
তুমি আসবে বলে মনের জানলা,
দিয়েছি আমি খুলে।
তুমি আসবে বলে সমস্ত কিছুই,
গিয়েছি যেন ভুলে।
তুমি আসবে বলে সবার মুখে,
দেখছি আমি হাসি।
তুমি আসবে বলে কোথায় যেন,
বাজছে মধুর বাঁশি।
তুমি আসবে বলে মৃদুল কাকা,
কেটে ফেলেছে দাড়ি।
তুমি আসবে বলে রাখাল বালক,
ফিরছে তাড়াতাড়ি।
তুমি আসবে বলে সব কিছু ফেলে,
সেজেছি আমি নবাব।
তুমি আসবে বলে ঘরে তে আজ,
অঘোষিত উৎসব।