যেদিন আমি ভুলে যাই,
তোমার জন্মদিন।

সেদিন তুমি চুপ করে,
থাকো সারাদিন।

ভাবো শুধু এই কথাটাই,
তাকিয়ে মুখের পানে।

একবারও কি এলো না,
দিনটা তোমার মনে?

বছরে একবার ই আসে,
তাও যদি যাও ভুলে।

কেমন করে মুখ দেখাবে,
আমি সামনে এলে?

অন্যদের হলে জন্মদিন,
দাও তো দেখি ফুল।

ভালো কি সত্যিই বাসো,
না কি মনের ভুল?