আমার চেনা একটা ছেলে,
ডাক নাম যার টিলু।
সাদাসিধা একদমই নয়,
সে বড়ই ঈর্ষালু।

ভালো কথা বললেও সে,
করে খিটখিট।
আসলে যে মাথায় তার,
আছে একটু ছিট।

ভাষা তার দুর্বোদ্ধ বড়ই,
যায় না বোঝা মানে।
কথায় কথায় আমাকে,
জানি না কেন টানে।

ভালো ব্যবহার করলেও,
তার সঙ্গে আমি।
তার লেখা তে সব সময়,
আমি ই আসামী।

সন্ধ্যা হলেই মদের বোতল,
হাতে নিয়ে গ্লাস।
সারা রাতটাই জেগে থেকে,
সে করে উল্লাস।

মাঝে মাঝে পালিয়ে বেড়ায়,
যায় না পাওয়া খুঁজে।
তার সঙ্গে তাই বোলো কথা,
একটু বুঝে সুজে।