তেল দেওয়ার আজও,
আছে অনেক গুন।

এক এক করে বলছি,
মন দিয়ে শুনুন।

তেল দেওয়াটা আসলে,
এখন একটা আর্ট।

এই কাজ করতে পারবেন,
না হলেও স্মার্ট।

পারেন যদি দিতে তাই,
ভালো করে তেল।

আজও কিন্ত হতে পারে,
অনেক মিরাকেল।

পেতে পারেন ভালো কাজ,
অথবা বড় পদ।

বলবে সবাই ভালো লোক,
থাকবেন নিরাপদ।

দিলে তেল হয় সবাই খুশি,
মন্ত্রী থেকে নেতা।

নিজে থেকে এগিয়ে এসে,
হবে পরিত্রাতা।

কাউকে যদি দেন তেল,
বানিয়ে মা বাপ।

দোষ যতই থাক আপনার,
হবে সব মাফ।

নিয়ে আসুন তেলের বাটি,
আর কি চাই?

আত্মসম্মান আছে যাদের,
তারা ছাড়া সবাই।