কাউকে যদি দিয়েছো তুমি,
কখনো টাকা ধার।
তার পর থেকে কখনোই,
পাবে না পাত্তা তার।
তার পেছনে ধাওয়া করে,
ছিঁড়বে চটি জুতো।
ধার নিয়ে টাকা সে থাকবে,
তখন রাজার মতো।
বলতে গেলে আসতে পারে,
উল্টে সে ই তেড়ে।
তার সঙ্গে আর তখন তুমি,
উঠবে না পেরে।
নিয়ে টাকা থাকবে তখন,
সে সাধু সেজে।
যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে,
মানুষ তুমি বাজে।
যেতে হবে তখন তোমায়,
সব কিছুই ভুলে।
সুদ তো তুমি ছেড়েই দাও,
আসল ও যাবে জলে।