তুমি থাকলে দেশ টা হয়তো,
হতো না কো ভাগ।
মানুষের মনে এতো ঘৃণা,
থাকতো না এতো রাগ।
তুমি থাকলে আজ দেশ টা,
করতো নিশ্চয়ই উন্নতি।
থাকতো না কো ভেদাভেদের,
এই ভোটের রাজনীতি।
তুমি থাকলে থাকতো সবাই,
একসাথে মিলেমিশে।
সুবিধাবাদী ওই মানুষ গুলো,
থাকতো না এই দেশে।
তুমি থাকলে কোনো মানুষই,
থাকতো না অভুক্ত।
বানাতে দেশ টাকে সমৃদ্ধ,
চাইতে হয়তো রক্ত।
তুমি থাকলে কোনো বাচ্চাই,
দিতো না মাঠে শ্রম।
সবার থেকে হতো দেশ টা বড়,
চেয়ার টার দাম কম।