মিথ্যা বলে আমায় তুমি,
এখন পাবে সর্বত্র।
সত্যি বলে তোমার কথা,
শুনে আমি ভীত।
মিথ্যা বলে কম বেশী,
সবাই মিথ্যাবাদী।
সত্যি বলে তবুও আমি,
এখনো আশাবাদী।
মিথ্যা বলে আমায় শুনে,
হয় লোকে খুশি।
সত্যি বলে আমায় শুনে,
মিলিয়ে যায় হাসি।
মিথ্যা বলে আমায় দিয়ে,
হয় কার্য সিদ্ধি।
সত্যি বলে আমি তার ই,
যার আছে সু বুদ্ধি।
মিথ্যা বলে তুমি খারাপ,
কাঁদাও মানুষ কে।
সত্যি বলে আসল মানুষ,
সত্যি বলে যে।