সত্যি কথা বলি আমি,
দিই না কাউকে তেল।
পারে না তাই করতে,
কেউ ই ব্ল্যাকমেল।
তুমি ও যদি সত্যি বলো,
পেওনা কখনো ভয়।
মিথ্যা কেউ বললেও,
তোমার ই হবে জয়।
প্রথমে একটু কষ্ট হবে,
বলবে লোকে ভন্ড।
মিথ্যা বদনাম দিয়ে,
ঘটাবে অনেক কান্ড।
কিন্তু সেসব টিকবে না,
উঠুক যতোই ঝড়।
কিছু মানুষ হয়তো হবে,
তখন আপন থেকে পর।